• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রী র‍্যাগিং’র সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাম গণতান্ত্রিক জোট

MR Monir
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ণ
শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রী র‍্যাগিং’র সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাম গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলে র‍্যাগিং এর ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জি এম নাজিমুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জি এম নাজিমুল হকের কাছে
এই স্মারকলিপি পেশ করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী , বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনসহ বাম জোটের নেতৃবৃন্দ ।