• ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বর মহামারিতে রুপ নিয়েছে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার-আলতাফ হোসেন চৌধুরী

MR Monir
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৬:০৬ অপরাহ্ণ
ডেঙ্গু জ্বর মহামারিতে রুপ নিয়েছে নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার-আলতাফ হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার:দেশজুড়ে ডেঙ্গু জ্বর মহামারিতে রুপ নিয়েছে। নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে মহানগর বিএনপির জনসচেতনতামূলক লিফলেট বিতরনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস  মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সরকারের প্রতি এই অভিযোগ করেন।

আজ ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে  থেকে শুরু করে নগরীর সদর রোড, গির্জা মহল্লা, কাটপট্টি সহ গুরুত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করেছে বরিশাল মহানগর বিএনপি।

লিফলেট বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস  মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে সরকার ডেঙ্গু  প্রতিরোধে চরম ব্যর্থ হয়েছে। মশা নিধনে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা খরচ দেখাচ্ছে। তারপরও দেশজুড়ে এডিস মশা বেড়েই চলেছে। ফলে ডেঙ্গু জ্বর আজ মহামারি আকার ধারণ করেছে। মশা নিধনে ব্যবহৃত  কীটনাশক কতটা কার্যকর তানিয়ে আজ জনমনে প্রশ্ন উঠেছে। সরকারের এরকম ব্যর্থতার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশজুড়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর আক্রান্ত রোগীরা সরকারি হাসপাতালে গেলে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন।

তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিএনপি জণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

বক্তব্য শেষে ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল  মহানগরীর ৩০ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী  কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান,বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বাবুল সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহম্মেদ খান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিলা দলের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুফিয়া বেগম,সাধারণ সম্পাদক পাপীয়া রহমান, মহিলা দলে মহানগর বরিশাল প্রমুখ।