• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দুধ খাইয়ে স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

MR Monir
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের দুধ খাইয়ে স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:শিক্ষার্থীদের দুধ খাইয়ে বরিশালে স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ।

আজ ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় বরিশালের উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের দুধ খাইয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। টানা ২ বছর ২০০ মিলি করে ২২১ জন শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হবে বলে তিনি জানান।

প্রাণিসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল বরিশাল সদর এর বাস্তবায়নে এই স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার  মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ নুরুল আলম, বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস,কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তর  নাসরিন সুলতানাসহ আরও অনেকে। শুরুতে অতিথিরা স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।